এটা বড় অন্যায়! যে পেনশন না দিয়ে কেন্দ্রীয় সরকারের দায়সারা মনোভাব নিয়ে 'অগ্নিপথ'-র বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদে সমর্থন করছেন আপনারা, সেই পেনশন না পেয়েই হয়তো আত্মহত্যা করেছেন হেয়ার স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক? ডিএ-র বিরোধীতা আমি সবসময় করেছি আর ভবিষ্যতেও করব, কিন্তু পেনশন? সেটাতো অত্যন্ত জরুরি একটি দরকার, সেটাকে কিকরে এত নেগলেক্ট করা যায়? ঐযে বলেছিলাম না? কেউ আপনাদের কানে দুটো ঠাপ মেরে দিলেই তার কথা বিশ্বাস করবেন কেন? হিংশুটে সহ-শিক্ষকরা বলল অমনি, ফাইনান্সিয়াল ডিসক্রেপেন্সি মানে কি? আগে অভিযোগ প্রমাণিত হবে তারপর পেনশন বন্ধ করবেন! শুধুমাত্র প্রয়োজনের স্বার্থপর মুখোশ পরা বন্ধু হওয়া এবার বন্ধ করুন, শুধুমাত্র দরকারে আছি তারপরই শত্রুতা... এসব বন্ধ করুন, আপনারা শিক্ষক! #hareschool #suicide #teacher https://tv9bangla.com/west-bengal/purba-bardhaman/hare-school-teacher-suicide-au54-630003.html/amp
There are no comments yet.