#hujug

cladust@pubpod.alqualonde.org

আমি তো আগেই বলেছিলাম এই ধরণের ঘটনা আরো ঘটবে। যে ঘটনা আগে ধামাচাপা দেয়া হত বিভিন্ন সেনার ডিভিশনে বা সরকারী দপ্তরে তা এখন 'হুজুগ' ট্রেন্ড মেন্টালিটি হয়ে উঠে আসছে। A CISF Soldier opens fire at his colleagues and others and kills one and injured others just after few months when a Kolkata Police officer opened fire on a Kolkata Street and became mass-shooter, killed one woman and injured serveral before committing suicide. The 'trend', the 'hujug' mentality is in full display.

সুইসাইড আর মাস শুটিং -এর 'হুজুগ', 'ট্রেন্ড' তো আগেই চালু হয়েছে, এবার হয়তো স্কুল শুটিং-এর হুজুগ, ট্রেন্ডটাও কোনোদিন চালু হয়ে যাবে এই হুজুগের যুগে। 🤔 ঐ যে বলেছিলাম না, ' ও করেছে, তাই আমিও করতে পারি' মানসিকতা? মানুষ আর সহ্য করে চলতে চাইছে না, মানুষ ড্রাস্টিক হতে চাইছে ঠিক আদিম আগের মতো! #hujug #trend https://www.news18.com/news/india/paramilitary-jawan-killed-one-injured-after-cisf-personnel-opens-fire-at-kolkatas-indian-museum-5702857.html