আমি আগেই বলেছিলাম, এই 'গ্রাহক পরিষেবা কেন্দ্র' গুলো খুলে সিস্টেম করার ফলে সীমাহীন দূর্নীতি হবে। আর সেটাই এবার সত্যি প্রমাণিত হল। কোটি কোটি টাকার দূর্নীতি গ্রাহক পরিষেবা কেন্দ্রে। ১০হাজার, ২০হাজারের ওপরের ট্রানজাকশন ব্র্যাঞ্চে না করে ঐ কেন্দ্রগুলিতে করতে বাধ্য করছে বিভিন্ন ব্যাঙ্ক। আমি বলে দিচ্ছি, এটা ব্যাঙ্কের সব ট্রানজাকশন শুধুমাত্র অনলাইনে করতে বাধ্য করাবার ষড়যন্ত্রের প্রথম ধাপ। #গ্রাহকপরিষেবাকেন্দ্র #bank #customerservicepoint #private #licence #fraud
https://www.anandabazar.com/west-bengal/howrah-hooghly/huge-amount-of-money-laundering-in-a-public-owned-bank-alleged-gurap-residents-dgtld/cid/1302657
There are no comments yet.