গত পরশুদিন দিনটা শুরু হল প্রতিবছরের মতোই যথারীতি, শুনতে পেলাম মাইকে হিন্দি দেশাত্মবোধক গান। তাই স‌ই। ওমা, বেলা গড়িয়ে দুপুরের অর্ধেক হতেই দেখি... সাউন্ডবক্সে ঢুডুপ ঢুডুপ, ঢিসচিক ঢিসচিক ক্যাচক্যাচে বিটের বিহারি রেন্ডি সং চলতে শুরু করল! বলিহারি তোদের ধৈর্য মাইরি, বছরে একটা দিন পুরো দিনটাও তোরা শুধু বোরিং দেশাত্মবোধক গান শুনে কাটাতে পারিস না! সেই পুরোনো স্বভাবে ফিরতে হয়। তাইলে ভাব বছরের পর বছর স্বাধীনতা সংগ্রামীরা কিভাবে এক‌ইভাবে বোরিং লড়াই করে গ্যাছে? তোদের অবস্থাটা, তোদের যদি এখন যুদ্ধের সময় ধরে বেঁধে যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে বলা হয় দেশের সীমান্ত রক্ষা করতে, তোরা দেড় ঘণ্টা যুদ্ধ করেই বলবি, "এই চাপ আর নিতে পারছিনা, ৫০মিনিট ব্রেক চাই।" আমরা ফিরে আসছি একটি ছোট্ট কমার্শিয়াল ব্রেকের পর... 😆😆😆 #fake #patriot #manipulator #nationalism #religion #liars

There are no comments yet.